আপনার পছন্দকৃত User Name Availalbe কিনা Check করুন
পার্সোনাল ব্র্যান্ডিং কিংবা কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য আমরা পছন্দকৃত নামটি ব্যবহার করে থাকি। আমাদের প্রচার কিংবা প্রসারের জন্য বিভিন্ন প্লাটফর্মে যেমন সোশ্যাল মিডিয়াতে একাউন্ট করতে হয়। একাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের একটি ইউজার নেম ব্যবহার করতে হয়। আদৌ কি আমাদের ব্র্যান্ডিং নাম অনুযায়ী ইউজারনেম অ্যাভেলেবল আছে কিনা সেটি চেক করার জন্য আমরা এই https://www.namecheckr.com/ টুলটি ইউজ করতে পারি। আপনার ব্র্যান্ডিং নাম অনুযায়ী পছন্দকৃত ইউজারনেমটি সার্চ করলেই কতগুলো জায়গায় ইউজারনেমটি অ্যাভেলেবল আছে তা খুব সহজে দেখতে পাবেন।