গ্রামার প্যাট্রান-1

আমরা প্রতিনিয়ত উচিত শব্দটি ব্যবহার করি তা ইংলিশে কিভাবে ব্যবহার করা যায় সেটি সম্পর্কে আমরা একটি ধারণা দিব প্রাথমিক অবস্থায়। এই পর্বে আমরা মূলত Should নিয়ে অর্থাৎ উচিত শব্দটি নিয়ে কয়েকটি স্ট্রাকচার আলোচনা করবো যা আপনাদের স্পোকেন কিংবা গ্রামারে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক….
You should eat – তোমার খাওয়া উচিত
এখানে খাওয়া শব্দটি কমন এই খাওয়া Eat শব্দের পরিবর্তে আপনার চাহিদা অনুযায়ী শব্দ ব্যবহার করুন।
Structure: Sub+ should(use not for negative) +Verb
Practice:
- You should study
- You should go
- You should learn
- You should hunt
- You should run
- You should beat
- I should sleep
- He should practice
- You should give up
You should be- তোমার হওয়া উচিত
এখানে Be শব্দটির পর একটি Adjective ব্যবহার করতে হবে
Structure: Sub+ should(use not for negative) + Be+ Adjective/Noun
Practice:
- I should be Doctor
- You should be Graphic Designer
- I should be polite
- He should patient
- You should be quiet
- You should be idealistic
- You shouldn’t be bad
You should have – তোমার থাকা উচিত
এখানে মূলত কিছু থাকা বুঝাতে এই স্ট্রাকচার টি ব্যবহার করা হয়েছে
Structure: Sub+ should(use not for negative) + Have+ Noun(You should use appropriate word)
Practice:
- You should have a computer
- she should have website
- He should have skill graphic design skill
- He should have glasses
- I should have a mobile phone
- kaynat should have a nice dress
You should be doing work- তোমার কাজ করতে থাকা উচিত
- You should be running on the road
- You should be learning Bangla
- I should be fighting
You should have taught- তোমার শেখানো উচিত ছিল
- He should have learn english
- I should have gone
- He should have slept
- You should not have gone there
- you should not have Eaten
এই পর্বে আমরা Should নিয়ে কয়েকটি স্ট্রাকচার আলোচনা করেছি যা আপনাদের স্পোকেন কিংবা গ্রামারে কাজে লাগবে। আপনারা স্ট্রাকচার টি আপনাদের খাতায় তুলে নিন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন সাথে বলার চেষ্টা করুন ধন্যবাদ। পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।