আয়কর রিটার্ন দাখিলের নিয়ম
আয়কর রিটার্ন কি?
ইনকাম ট্যাক্স বা আয়কর হচ্ছে কোনো ব্যাক্তি বা সত্তার বার্ষিক ইনকাম বা আয়ের উপর সরকারকে যেই ট্যাক্স বা কর প্রদান করা হয় তাকেই ইনকাম ট্যাক্স বা আয়কর বলা হয়ে থাকে। প্রত্যেক করদাতার বার্ষিক ইনকাম , ব্যয় ও সম্পদ সহ আরো বিভিন্ন তথ্য একটি নির্দিষ্ট ফর্মে উল্লেখ করে আয়কর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার নামই হচ্ছে আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়কর রিটার্ন করার জন্য এই ফর্মটির আদেশ ১৯৮৪ এর আওতায় নির্ধারিত করা হয়েছে।
Tanvir Brain
themarketerbd@gmail.com
https://www.monsterbangla.com