ফাতিহা নামের অর্থ কি।  Fatiha Name Meaning In Bangla 

ফাতিহা খুব সুন্দর ও  পবিত্র একটি নাম কারণ এটি পবিত্র কুরআনের একটি সূরার নাম।   আর এই সূরাটি হচ্ছে কুরআনের প্রাণ। তাই অনেকে তার কন্যা সন্তানের জন্য এই নামটি অনেক শখ করে রাখে। মুসলমানদের মধ্যে এই নামটি অনেক প্রচলিত কারণ এই পবিত্র নামটি তো সবারই পছন্দ। তো  আপনার সন্তানের জন্য এই নামটি রাখার পূর্বে আমাদের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে জেনে নিন ফাতিহা নামটির ইসলামিক বা আরবি এবং বাংলা অর্থ। 

ফাতিহা নামের অর্থ কি ?

ফাতিহা নামটি শুনেই কেমন যেন শুরু শুরু কিংবা উদ্ভোধন জাতীয় কিছু প্রকাশ পায়।  তো এই নামটির অর্থ হলো: শুরু , উন্মুক্তকরণ , উদ্ভোধন ও খোলা।

ফাতিহা কি ইসলামিক নাম ?

নামটি শুনেই তো ইসলামের একটি অনুভব জেগে উঠে। হ্যা অবশ্যই এটা ইসলামিক নাম আর এই নামটির সাথে যুক্ত আছে কুরআনের একটি সূরার নাম যা প্রত্যেক মুসলিম এর জানা। 

ফাতিহা নামটির ইসলামিক বা আরবি অর্থ কি ?

নামটির ইসলামিক বা আরবি অর্থ হচ্ছে : শুরু , উদ্ভোধন  

ফাতিহা নামের বাংলা অর্থ কি ?

আমরা যেহেতু বাঙালি সেহেতু বাংলা অর্থ তো অবশ্যই জানা দরকার। ফাতিহা নামের বাংলা অর্থ হচ্ছে : শুরু , উন্মুক্তকরণ , উদ্ভোধন ও খোলা।

ফাতিহা কোন লিঙ্গের নাম ?

নাম পছন্দ করার পাশাপাশি অবশ্যই সেই নাম কাদের ক্ষেত্রে ব্যবহার হয় তা জানা প্রথম কাজ। এই সুন্দর ও পবিত্র নামটি মেয়ে বাবুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

ফাতিহা শব্দের ইংরেজি বানান কি ?

নামের উচ্চারণে আমাদের সমস্যা হয় না কিন্তু ইংরেজি বানানের সময় একেকজন একেকভাবে উল্লেখ করে সঠিক বানানকে গুলিয়ে ফেলে। So ফাতিহা নামের সঠিক বানান হলো : Fatiha 

ফাতিহা নামটি কোন ভাষা থেকে এসেছে ?

অনেকে নামের অর্থ বানান সবকিছু জানলেও যখন জিজ্ঞেস করা হয় এই শব্দটি কোন ভাষা থেকে আগত তখন বলতে পারে না তো এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে জেনে নিন।  ফাতিহা নামটি আরবি ভাষা থেকে আগত।

ফাতিহা শব্দ দিয়ে কিছু নামের তালিকা দেওয়া হলো :

  • ফাতিহা নূর 
  • ফাতিহা আয়াত 
  • ফাতিহা জান্নাত 
  • ফাতিহা হক 
  • ফাতিহা খাতুন 
  • ফাতিহা সুলতানা 
  • ফাতিহা আক্তার 
  • ফাতিহা চৌধুরী 
  • কানিজ ফাতিহা 
  • ফাতিহা ফারহানা 
  • ফাতিহা তুজ যাহরা 
  • ফাতিহা শেখ 
  • ফাতিহা হোসেন 

ফাতিহা নামের অর্থ সংক্রান্ত আমাদের অনুরোধ 

যারা আপনাদের সন্তানের জন্য ইসলামিক নাম ঠিক করার আগে খুব সতর্ক ভাবে যাচাই বাছাই করে নিবেন সব থেকে উপকারী হচ্ছে কোনো ইমাম কিংবা পারলে আলেমের কাছ থেকে পরামর্শ নিবেন।  তাদের কাছ থেকে জেনে নিবেন নামটি ইসলামিক কিনা এবং সেটা রাখতে পড়বেন কিনা।  অনলাইনের তথ্য দেখে কখনো ইসলামিক নাম সাথে সাথে রেখে দিবেন না আগে সেই নামটির সম্পর্কে ইমাম কংবা আলেমের কাছ থেকে কন্ফার্ম হয়ে তারপর দিবেন কেননা আমাদের ভুল হতেই পারে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। 

 

We will be happy to hear your thoughts

Leave a reply

Reset password

Enter your email address and we will send you a link to change your password.

Get started with your account

to save your favourite homes and more

Sign up with email

Get started with your account

to save your favourite homes and more

By clicking the «SIGN UP» button you agree to the Terms of Use and Privacy Policy
Powered by Estatik
Monster Bangla
Logo
Compare items
  • Total (0)
Compare
Shopping cart