চৈতি নামের অর্থ কি | Choity Name Meaning in Bengali
চৈতি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি। এই নামটি একই সাথে হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ও মুসলিম সবার ক্ষেত্রেই ব্যবহার লক্ষ করা যায়। দুই অক্ষরের মধ্যে ছোট নাম পছন্দ করে বেশিরভাগ মানুষ। তাই আদর করে নিজের সন্তানের নামটি রাখেন চৈতি। তবে এ ক্ষেত্রে অনেকে জানতে চান যে, চৈতি নামের অর্থ কি? চৈতি নামের আরবী অর্থ কি?
চৈতি কি ইসলামিক নাম?
চৈতি নামটি বাংলা নাম হলেও এটি কেবল বাংলাদেশেই রাখা হয় না। বাংলাদেশ ছাড়াও এ নামটি ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরাসহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীদের মধ্যে প্রচলন রয়েছে।
বাংলাদেশের মুসলিমরা স্বভাবত-ই তাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে ইসলামিক নিয়ম অনুযায়ী রাখতে চান। সেজন্যে নাম রাখার আগে এর অর্থ জানার প্রয়োজন পড়ে।
চৈতি নামটি বাংলা ভাষার একটি নাম। বাংলা চৈত্র মাস থেকে এ নামটি এসেছে। বাংলায় এর অর্থ চৈত্র মাসের। চৈত্র মাসের ভরদুপুর এই বাক্যটিতে চৈতি শব্দটি ব্যবহার করলে হয়, চৈতি ভরদুপুর। চৈতি নামটি নিয়ে কিছু প্রশ্নোত্তর।
চৈতি কি ইসলামিক নাম?
উত্তরঃ চৈতি ইসলামিক নাম নয়।
চৈতি নামের অর্থ কি? Choity namer ortho ki?
উত্তরঃ চৈতি(Choiti) নামের অর্থ চৈত্র মাসের।
চৈতি কি ছেলেদের নাম নাকি মেয়েদের নাম?
উত্তরঃ চৈতি মেয়েদের নাম। এই নামে ছেলেদের নাম রাখা হয় না।
চৈতি নামের আরবী অর্থ কি?
উত্তরঃ চৈতি নামটি আরবী শব্দ নয়। তাই এর কোনো আরবী অর্থ হয় না।
চৈতি নামে বাংলাদেশে চিত্রশিল্পী, কন্ঠ শিল্পীসহ বিশিষ্টজন থাকলেও কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট নেই।
Choity – চৈতি শব্দ দিয়ে আরো কিছু নামের তালিকা
- চৈতি রুহি আলফা
- তামান্না আক্তার চৈতি
- আরিফা জাহান চৈতি
- চৈতি আক্তার রিয়া
- চৈতিয়েল খান চৈতি
- চৈতি ইসরাম বরষা
- চৈতি খাদিজা লতা
- নওরিন সুলতানা চৈতি
- চৈতি মৌ বীথি
- চৈতি রোকসানা
- আলেয়া চৈতি খাতুন
- চৈতি খাতুন
- চৈতি নাহার
- চৈতি আক্তার আন্নি
- সাফা করিম চৈতি
- চৈতি আদিবা
- চৈতি রাহমান
- চৈতি আহমেদ
- চৈতি সুলতানা
- চৈতি তাসনিম
- চৈতি আক্তার
- চৈতি সুমাইয়া
- চৈতি ইসলাম
- চৈতি ইসলাম তানহা
- চৈতি সরকার