Bangladesh Chemical Industries Corporation (BCIC)
Listing Category
Description
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), ইহা হলো সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজটি জুলাই, ১৯৭৯ সালে রাষ্ট্রপতির আদেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়ছে। বিসিআইসি বর্তমানে এখন টিএসপি, ডিএপি, ইউরিয়া, কাগজ, সিমেন্ট, গ্লাস শীট, হার্ডবোর্ড, স্যানিটারি ওয়্যার এবং ইনসুলেটর ইত্যাদি পন্য সমূহ সহ মোট ১৩টি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছে।