বাংলাদেশের মানচিত্র – জেলা অনুযায়ী Bangladesh Map PDF ডাউনলোড করুন

বাংলাদেশের মানচিত্র সম্পর্কে অনেকে জানতে চায়। অনেকে আছে যারা বাংলাদেশের মানচিত্র PDF Download করতে চায় তাদের জন্য মূলত এই পোষ্ট।
প্রতিটি দেশের-ই নির্দিষ্ট ভূ-খণ্ড থাকে। এই ভূ-খন্ডকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে কাগজে, কাপড়ে ছোট আকারে রূপ দেয়া হলে তখন তাকে আমরা মানচিত্র বলি। মানচিত্র শব্দটি এসেছে
ইংরেজি প্রতিশব্দ Map থেকে। আবার এই Map শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মাপ্পা থেকে। মাপ্পা বলতে কাপড়কে বুঝায়। এক সময় কাপড়ে বিভিন্ন ভৌগোলিক এলাকার মানচিত্র আঁকা হতো। আপনি যদি ঐতিহাসিক কোনো মুভি বা সিরিয়াল দেখে থাকেন তাহলে সেখানে দেখতে পাবেন যে মানচিত্র কাপড়ে আঁকা হতো। এখন অবশ্য আমরা কাগজেই মানচিত্র আকি। তবে এই ডিজিটাল দুনিয়ায় এখন কাগজের মানচিত্রেরও উপযোগীতা কমে গেছে। এখন পিডিএফ আকারে সব দেশেরই মানচিত্র পাওয়া যায়।
কাগজের মানচিত্র ও পিডিএফ মানচিত্র
কাগজে অঙ্কন করা বড় মানচিত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে বেড়ানো কষ্টকর। অথচ পিডিএফ মানচিত্র আপনার ছোট মোবাইলে নিয়ে স্বাচ্ছন্দে যেকোনো জায়গায় যেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কাগজের মানচিত্র দ্বিমাত্রিক হয়, অর্থাৎ একটা দ্বিমাত্রিক সমতলে অঙ্কিত। কিন্তু পিডিএফ আকারে যে ডিজিটাল মানচিত্রগুলো আছে সেগুলো দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক উভয় ধরনেই পাওয়া যায়
বাংলাদেশের মানচিত্র পিডিএফ(bangladesh map pdf)
বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন বিখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ, নৌ-প্রকৌশলী ও মহাসমুদ্রবিদ্যার জনক মেজর জেমস রেনেল। সম্ভবত ১৭৭৭ সালের দিকে কিংবা তার কিছু আগে তিনি এটি অঙ্কন করেন।
আমাদের দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা, ভার্সিটি এডমিশন টেস্ট এক্সামগুলোতে মানচিত্র থেকে প্রশ্ন হয়। বিসিএস পরীক্ষায় তো মাস্ট থাকেই। সেজন্যে অনেকের মানচিত্র ভালো করে পর্যবেক্ষন করে পড়ার প্রয়োজন পড়ে। কিন্তু এক্ষেত্রে কাগজের মানচিত্র সাথে রাখার চেয়ে পিডিএফ মানচিত্র মোবাইলে রাখা ভালো। তাতে এক ঝলকে চোখ ভুলিয়ে নিতে পারবেন।
পিডিএফ মানচিত্রে যা যা থাকবে
- এই পিডিএফ এ মূলত বাংলাদেশের জেলা সেই সাথে উপজেলা উপস্থাপন করা হয়েছে।
- বাংলাদেশের যেই জাতীয় আয় হয় তার পরিমান কেমন তা উল্লেখ আছে।
- এছাড়া বাউন্ডারির পরিমান কেমন তা বলা আছে।
- জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, রেল ও এয়ারপোর্ট সম্পর্কে উপস্থাপন করা হয়েছে।
আপনাদের সুবিধার জন্যে বাংলাদেশের মানচিত্রের পিডিএফ ফাইলটি ডাউনলোডের লিংক নিচে দেওয়া হলো । আপনি আপনার মোবাইল, পিসি বা যেকোনো ডিভাইসে ডাউনলোড করে ফাইলটি সংরক্ষন করতে পারেন।
বাংলাদেশের মানচিত্র PDF Download